ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক জিয়াকে গাড়িচাপার ঘটনায় মামলা, কল্যাণ গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
সাংবাদিক জিয়াকে গাড়িচাপার ঘটনায় মামলা, কল্যাণ গ্রেফতার

ঢাকা: প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি চাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর ওই মামলায় মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা নং- ৬, ধারা ২৭৯, ৩৩৮ এর ক, ৪২৭।

মামলার এজাহারে জিয়া ইসলামকে গা‌ড়ি দি‌য়ে ধাক্কা দেওয়ার অ‌ভিযোগ আনা হ‌য়ে‌ছে কল্যাণ কোরাইয়ার বিরু‌দ্ধে।

এর আগে, সন্ধ্যায় কল্যাণকে আটক করে কলা বাগান থানায় নেওয়া হয়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বাংলানিউজকে জানান, ফটো সাংবাদিক জিয়া ইসলাম গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়াকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে বিষয়টি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

পিএম/পিসি

**সাংবাদিক জিয়াকে গাড়িচাপার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়া আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।