ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় গাঁজা গাছসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
নলডাঙ্গায় গাঁজা গাছসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রাম থেকে ৩১ কেজি ওজনের একটি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-নজরুল ইসলাম (৩৫) ও পরান (৩০)। তারা উপজেলার রামশার কাজীপুর গ্রামের মৃত কাদেরের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, রামশার কাজীপুর গ্রামে ‍গাঁজার গাছ কেনাবেচা করছিলেন নজরুল ও পরান। খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালিয়ে ৩১ কেজি ওজনের একটি গাঁজাসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।