ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এনসিটিবি’র সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এনসিটিবি’র সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা প্রগতিশীল সংগঠনগুলো সংবাদ সম্মেলন- ছবি: ডিএইচ বাদল

ঢাকা: পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক বিষয় অন্তর্ভূক্তির প্রতিবাদে আগামী ১৫ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রগতিশীল সংগঠনগুলো।

ওইদিন বেলা ১১টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

বুধবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া  হয়।

যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ মহিলা পরিষদ ও খেলাঘর।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার একদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে, অন্যদিকে পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিচ্ছে জঙ্গিবাদের সুপ্ত উপাদান। সরকারের এ সিদ্ধান্তের কারণে দেশের শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের মুখে।

পাঠ্যপুস্তুকের এসব ধর্মীয় বৈষম্যমূলক অন্তর্ভূক্তি দ্রুত সংশোধন না করা হলে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার পদত্যাগের দাবি জানানো হবে বলে উল্লেখ করেন বক্তারা। সংবাদ সম্মেলন থেকে ৮ দফা দাবি উপস্থাপন করে সংগঠনগুলো।

এতে উপস্থিত ছিলেন- উদীচী সভাপতি ড. শফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মতলুব আলী, যুব ইউনিয়নের সম্পাদক হাফিজ আদনান রিয়াদ ও খেলাঘরের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এমএ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।