ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গীতিকার কুটি মনসুর ঢামেকে চিকিৎসাধীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
গীতিকার কুটি মনসুর ঢামেকে চিকিৎসাধীন কুটি মনসুরের ‘আমার বঙ্গবন্ধু, আমার ৭১’

ঢাকা: প্রখ্যাত গীতিকার কুটি মনসুর (৯০) মাইল্ডস্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধব‍ার (১১ জানুয়ারি) তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডের ৩৫ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে কুটি মনসুরের ছেলে মজনু বাংলানিউজকে জানান, তার বাব‍া গত বছরের ২২ ডিসেম্বর রামপুরার বনশ্রীর বাসায় মাইল্ডস্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার ডান হাত অবশ হয়ে আছে এবং নাকে লাগানো নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে।

মজনু জানান, শেষ বয়সে তার বাবা কয়েকটি বইও লিখেছেন। যার ভেতরে রয়েছে- ‘আমার বঙ্গবন্ধু, আমার ৭১’।

আকুল আবেদন জানিয়ে কুটি মনসুরের সেজো জামাতা সংগীত শিল্পী শাহাবুদ্দিন আহমেদ দোলন বলেন, সরকার যেন পাশে তাদের পাশে থাকে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজেডএস/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।