ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক শান্তির দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক শান্তির দেশ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক শান্তির দেশ-ছবি: বাংলানিউজ

মাগুরা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের বসবাসের জন্য একটি অসাম্প্রদায়িক শান্তির দেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্য লালন ও ধারণ করেন। তাই দেশে বিভিন্ন ধর্মের উৎসব আমরা সবাই মিলে-মিশে পালন করি, যোগ করেন মন্ত্রী।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার হাজরাতলা শংকর বেদান্ত মঠ ও মিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত সনাতন ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রী শ্রী স্বামী বিবোধানন্দ স্বরস্বতী মহারাজের ৬৫তম শুভার্বিভাব স্মরণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

নৃপেন্দ্র নাথ শিকদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ ছিলেন-ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ এম এল এ, বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুন হালদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরার পুলিশ সুপার মুহ. মনিবুর রহমান, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পংকজ কুণ্ডু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।