ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ঝিনাইদহে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ঝিনাইদহ: ঝিনাইদহে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সেখানে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

সেসময় উপস্থিত ছিলেন-ঝিনাইদহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি, এনডিসি মিজাবে রহমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রশিদুল আলম, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।

মেলায় বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলা শেষ হবে শনিবার।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।