ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালালে ১৫৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
শাহজালালে ১৫৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, বুধবার (১১ জানুয়ারি) দিনগত রাতে ট্যাগহীন পরিত্যক্ত অবস্থায় তিনটি ব্যাগেজ উদ্ধার করা হয়।

সেখান থেকে ১৫৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
 
জব্দ করা কার্টনে মোট ৩১ হাজার ৬০০ শলাকা আছে, যার মধ্যে সুইজারল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের দি হাজার ও কোরিয়ান ইজি ব্যান্ডের এক হাজার ৬০০ শলাকা সিগারেট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসটি/এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।