ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
লক্ষ্মীপুরে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা লক্ষ্মীপুরে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য কমিশন ও সদর উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) মো. মুহিবুল হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।

এ সময় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন গোপনীয়তার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদী উচ্চারণ। এর ধারা উপধারায় উচ্চারিত প্রতিটি বাক্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নিবেদিত।

তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য হচ্ছে- জনগণ ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য পূর্ণ স্থাপন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।