ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারপ্রাপ্ত সচিব হলেন হোসনে আরা বেগম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ভারপ্রাপ্ত সচিব হলেন হোসনে আরা বেগম

ঢাকা: ভারপ্রাপ্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।

বুধবার (১১ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করলে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার হোসনে আরা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক।

 

এর আগে হোসনে আরা অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

হোসনে আরা ১৯৫৮ সালের ২৬ মার্চ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় জন্ম নেন। ১৯৮৩ সালের ৩ এপ্রিল তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টারস অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল থেকে তিনি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরআর/বিএস

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।