ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সলিমুল্লাহ মেডিকেল কলেজে সভা-সমাবেশ স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, জানুয়ারি ১২, ২০১৭
সলিমুল্লাহ মেডিকেল কলেজে সভা-সমাবেশ স্থগিত

ঢাকা: পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সভা-সমাবেশ স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

হলের সিট বরাদ্দ নিয়ে কিছুদিন ধরে ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও অধ্যক্ষ মো. বিল্লাল আলম বাংলানিউজকে বলেন, যারা ২-৩ বছর আগে ইন্টার্নশিপ শেষ করেছে তারা এখনও ইন্টার্ন ডাক্তারদের হলে সিট দখল করে রেখেছিল।

এমন বহিরাগত ৫০ জনকে হল থেকে সরিয়ে দিয়ে নতুন ছাত্রদের সেখানে সিট করে দেওয়া হয়েছে। নতুনেরা এখন পড়াশোনায় মগ্ন থাকবে। এজন্য মেডিকেল কলেজে সভা-সমাবেশ স্থগিত করা হয়েছে।

এর আগে গত সোমবার (৯ জানুয়ারি) সিট বরাদ্দ কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু’জন আহত হন।

বাংলাদেশ সময়:  ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজেডএস/আরআর/এএ

** 
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রলীগের সংঘর্ষে আহত ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।