ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৫ ইটভাটা মালিককে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
কেরানীগঞ্জে ৫ ইটভাটা মালিককে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জ সদর উপজেলার কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকার দায়ে এসব ইটভাটার মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল শিউলি রহমান তিন্নী এ জরিমানা করেন।

অভিযানে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মজিরুল হক।

এ সময় ভাই ভাই ব্রিকসের মালিক হাজী আমজাদ হোসেন, এ কে ট্রেডার্সের মালিক মো. নাসিম আহমেদ, সুলতান ব্রিকসের মালিক মো. সুলতান, গিয়াস উদ্দিন ব্রিকসের মালিক মো. গিয়াস উদ্দিন ও এন বি এম ব্রিকসের মালিক হাজী দেলোয়ার হোসেনকে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।