ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য’

সাভার (ঢাকা): বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মত দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৬২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মতামত ব্যক্ত করেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের দেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হচ্ছে। পরিকল্পিত উন্নয়ন ও উন্নয়নবান্ধব অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৬টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩ জন কর্মকর্তাসহ ) মোট ৩৩০ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তা অংশ নেন। যার মধ্যে ১০৬ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছেন। পরে মন্ত্রী ৪৯২ জন প্রশিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করেন ও মেধা তালিকায় ৫০ জনকে মেডেল প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ড. এম আসলাম আলম।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।