ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ন্যাপসহ আরো ৮ দলকে ডেকেছেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ন্যাপসহ আরো ৮ দলকে ডেকেছেন রাষ্ট্রপতি

ঢাকা: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ন্যাপসহ আরো  ৮টি রাজনৈতিক দলকে বঙ্গভবনে ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। তবে তিনি বঙ্গভবনের বাইরে থাকায় দলগুলোর  নাম  জানাতে পারেন নি।


 
রাষ্ট্রপতির চিঠি পাওয়ার কথা জানিয়ে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আমরা দুপুরে চিঠি পেয়েছি। আগামী ১৬ জানুয়ারি আমাদের ডাকা হয়েছে।
 
নতুন ইসি গঠন নিয়ে এরইমধ্যে ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। নিবন্ধিত দলগুলোর মধ্যে বেশ কয়েকটি দল এখনও ডাক পায় নি ।

বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও গণফ্রন্ট ১৬ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবেন। ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন খেলাফত মজলিশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ১৮ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এবং প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি)।  

এ পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে ২৩টি রাজনৈতিক দল আলোচনা করেছে। গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ করার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি।   


বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।