ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুদকের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
দুদকের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

ঢাকা: ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে অবহেলার কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার সহকারী পরিচালক শামীম ইকবালকে সাময়িক বরখাস্ত করেছে দুদক।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার‌্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রণব কুমার ভট্টাচার‌্য বলেন, ২০১৪ সালের ১৬ এপ্রিল এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী এসএম হাবিবুল্লাহকে ১০ হাজার টাকা নেয়ার সময় হাতে-নাতে আটক করে দুদক।

এ সময় কমিশন তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দুদকের সহকারী পরিচালক শামীম ইকবালকে খুলনায় বদলি করে কমিশন। শুধু তাই নয়, কমিশন ২০১৫ সালের ২৮ জুন মামলার চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেয়। কিন্তু আদালতে চার্জশিট জমা না দিয়ে নিজের কাছেই রেখে দেন শামীম ইকবাল।

দুদক সূত্রে জানা যায়, এ মামলায় কালক্ষেপণের কোনো সুযোগ ছিলো না। কিন্তু মামলার তদন্তকাজ যথাসময়ে শেষ না করে দীর্ঘ ২ বছর ধরে নিজের কাছেই চার্জশিট রেখে দেন শামীম ইকবাল।

কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের মঞ্জুরি প্রদান ও থানা থেকে চার্জশিট নম্বর গ্রহণের পরেও দীর্ঘদিন আদালতে চার্জশিট দাখিল না করা দুদকের ভাষায় গুরুতর অপরাধ।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের উচ্চপদস্থ এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, খুলনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন না পাওয়ার কারণে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারা মতে গত বছরের ২৯ জুন মামলাটি খারিজ করে দেন। এই রায়ের আলোকে আসামি আবারও চাকরিতে যোগদান করেন।

কিন্তু দায়িত্বে অবহেলা, অসদাচরন ও ক্ষমতার অপব্যবহার কমিশনের বিধিমালা, ২০০৮ এর ৩৯ (ক), (খ) ও (ঙ) বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তাই বৃহস্পতিবার খুলনা থেকে দুদকের প্রধান কার‌্যালয়ে বদলি করে এনে বিকেলে সাময়িক বরখাস্ত করা হয়েছে শামীম ইকবালকে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসজে/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।