ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে অস্ত্র ও ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
নাটোরে অস্ত্র ও ইয়াবাসহ আটক ৪ নাটোরে অস্ত্র ও ইয়াবাসহ আটক ৪-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরে বিদেশি পিস্তল, ছুড়ি, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ গ্রাম গাঁজা ও চারটি মোবাইল ফোনসহ পুলিশের তালিকাভুক্ত চার শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নাটোর শহরের কান্দিভিটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কান্দিভিটা এলাকার জামাল শেখের ছেলে জনি শেখ (৩০) ও জীবন শেখ (২২) এবং তাদের সহযোগী দিয়ারভিটা এলাকার শামিম শেখের ছেলে সুজন আলী (২৩) ও কান্দিভিটা এলাকার মনতাজ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (২৯)।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কান্দিভিটা এলাকায় অভিযান চালিয়ে ওই চার সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক সবাই পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাদের মধ্যে জনির নামে বিভিন্ন থানায় ১৬টি, জীবনের নামে ১৫টি ও মঞ্জুরুলের নামে একটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।