ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সহকারী ভারতীয় দূতাবাস হবে খুলনায়

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
সহকারী ভারতীয় দূতাবাস হবে খুলনায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনা সভায় বক্তারা

খুলনা: খুব শিগগিরই খুলনাতে সহকারী ভারতীয় দূতাবাস খোলা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা। তিনি বলেন, আমরা আশা করছি, এ সংক্রান্ত সকল প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চেম্বারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রিংলা। খুলনা চেম্বার এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় ভারতীয় হাইকমিশনার বলেন, প্রতিবছর বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের ভারত ভ্রমণের বিষয়টি বিবেচনায় রেখে ভিসাপ্রাপ্তি সহজ করতে খুলনায় সহকারী ভারতীয় হাইকমিশন খোলার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

তার মতে, খুলনা পাট, চিংড়ি ও জাহাজ নির্মাণের জন্য বিশেষভাবে সমৃদ্ধ। মংলা বন্দরের মাধ্যমে এসব পণ্য ভারতীয় বাজারে প্রবেশ সহজতর হবে। ফলে ভারতের বিনিয়োগকারীরা দারুণভাবে আগ্রহী হবেন।

রাষ্ট্রদূত জানান, মংলা বন্দরের অবকাঠামো আধুনিকায়ন ও খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। বেশ কিছু ভারতীয় কোম্পানি ইতোমধ্যে মংলার রপ্তানি প্রক্রিয়াজাত এলাকায় (ইপিজেড) গুরুত্বপূর্ণ শিল্প কারখানা স্থাপন করেছে। বিভিন্ন কোম্পানি বিনিয়োগ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক। এ সময়ে অন্যান্যের মধ্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক নাজমুল আহসান, ভারতীয় দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা খুলনার ফুলতলা ও বাগেরহাটের মংলায় খুলনা-মংলা রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।