ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রৌমারীতে ২ আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
রৌমারীতে ২ আসামি গ্রেফতার

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-আবু জাফর (৬০) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রামের বাসিন্দা ও আবুল বাশার (৩২) একই উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

রৌমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে দুপুরে গয়টাপাড়া গ্রাম ও গুটলী গ্রামে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল বাশারের বিরুদ্ধে ময়মনসিংহ জেলায় বেসরকারি সংস্থার টাকা আত্মসাত ও আবু জাফরের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।