ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুরে নেওয়া হবে সাংবাদিক জিয়াকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
সিঙ্গাপুরে নেওয়া হবে সাংবাদিক জিয়াকে

ঢাকা: ৪৮ ঘণ্টা অবজারভেশনের পর চিকিৎসকদের কাছ থেকে সবুজ সংকেত পেলেই ফটো সাংবাদিক জিয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে আহত সাংবাদিক জিয়ার সহকর্মী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীর সোহেল বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, চার ঘণ্টা ধরে জিয়ার মস্তিষ্কে অস্ত্রোপচার করার পর ১১ জানুয়ারি দুপুরের দিকে তার একটি চোখ সাড়া দিতে শুরু করে।

তাছাড়াও শরীরের তাপমাত্রা ও রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। হাসপাতালটির চক্ষু, হাড়, চর্ম ও চোয়াল বিশেষজ্ঞরা তাকে ইতিমধ্যে দেখেছেন, সবকিছু স্বাভাবিক রয়েছে।

দেশের বাইরে নেওয়ার মতো অবস্থা এলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। সেটা আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) হতে পারে।

অন্যদিকে সাংবাদিক জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা ভালোর দিকেই যাচ্ছে, আঘাত গুরুতর হওয়ায় তার সুস্থতার জন্য তাকে একটু সময় দিতে হবে। জিয়ার শরীরের সর্বশেষ অবস্থা বৃহস্পতিবার রাতে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।