ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাক্টরচাপায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ঝিনাইদহে ট্রাক্টরচাপায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় হাসিবুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাজার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসিবুল ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ডাকা বাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, বিকেলে বাজার গোপালপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হাসিবুল।

এসময় একটি ট্রাক্টর পেছন থেকে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।