ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে দুই দিনব্যাপী নজরুল সংগীত প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বরিশালে দুই দিনব্যাপী নজরুল সংগীত প্রশিক্ষণ শুরু বরিশালে দুই দিনব্যাপী নজরুল সংগীত প্রশিক্ষণ শুরু-ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে নজরুল সংগীতের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও গানের আসর শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে নজরুল সংগীত প্রশিক্ষণের উদ্বোধন করেন নজরুল সংগীত সংস্থার সাধারণ সম্পাদক ও প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল।

নগরীর প্রান্তিক সংগীত বিদ্যালয় কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালায় ৬৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

বরিশাল নজরুল সাংস্কৃতিক জোট ও নজরুল সংগীত সংস্থা ঢাকার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বরিশাল নজরুল সাংস্কৃতিক জোট সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- নজরুল সংগীত শিল্পী কল্পনা আনাম, করিম হাসান, মাহমুদুল হাসান, বিজন মিস্ত্রি, দিপ্তী সমদ্দার, প্রান্তিক সংগীত বিদ্যালয়ের সভাপতি আক্কাস হোসেন ও কণ্ঠশিল্পী মুকুল দাস প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল নজরুল সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ গুহ রিপন।

শুক্রবার (১৩ জানুয়ারি) প্রশিক্ষণ শেষ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলে নজরুল সংগীতের আসর অনুষ্ঠিত হবে।

গানের আসরের উদ্বোধন করবেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন- কবির নাতনি খিল খিল কাজী, নজরুল সংগীত সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নজরুল সাংস্কৃতিক জোটের সভাপতি শান্তি দাস।

পরে সংগীত পরিবেশন করবেন- খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, মাহমুদুল হাসান, বিজন মিস্ত্রি, করিম হাসান ও দিপ্তী সমদ্দারসহ বরিশাল নজরুল সাংস্কৃতিক জোটের শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।