ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে তরুণের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার সময় মো. খায়রুল বাশার (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াপাড়া নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।

মো. খায়রুল বাশার নয়াপাড়া এলাকার মৃত সোনালীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় পাহাড় কাটার সময় মাটি ধ্বসে পড়লে ঘটনাস্থলেই খায়রুল বাশারের মৃত্যু হয়।

এসময় গুরুতর আহত হন পাহাড় কাটার কাজে ব্যবহৃত ট্রাকের চালক সমীরণ বড়ুয়া (৫৫)। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরোয়ার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বিএসকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।