ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক ছাত্র মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে ‍আরও দু’জন। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মোটরসাইকেলে স্কুলছাত্র তিন বন্ধু গাজীপুর চৌরাস্তার দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি ক‍াভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।

পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।