ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবা বিক্রেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বগুড়ায় ইয়াবা বিক্রেতা কারাগারে

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা দিলবর আলীকে (৪৫) আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটক দিলবর আলী উপজেলার হুয়াকুয়া (মধ্যপাড়া) গ্রামের নয়ন উদ্দিন আকন্দের ছেলে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মিনার আলী বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার পাকুল্যা ইউনিয়নের সাহবাজাপুর গ্রামের একটি রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
 
এ ঘটনায় দিলবর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়।

পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান এসআই মিনার আলী।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।