ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ইক্ষু খামারের আখ খেতে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
গোবিন্দগঞ্জে ইক্ষু খামারের আখ খেতে অগ্নিকাণ্ড গোবিন্দগঞ্জে ইক্ষু খামারের আখ খেতে অগ্নিকাণ্ড

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ খেতে অগ্নিকাণ্ডের ঘটন‍া ঘটেছে। এতে প্রায় ১৫ একর জমির আখ পুড়ে গেছে বলে দাবি করছেন কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাহেবগঞ্জ ইক্ষু খামারের ডিজিএম আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাপমারা এলাকার দুইটি আখ খেতে হঠাৎ আগুন লেগে যায়।

এতে প্রায় ১৫ একর জমির আখ পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তিনি তা জানাতে পারেননি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।