ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় প্রাইভেটকার চাপায় ২ নারী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
চান্দিনায় প্রাইভেটকার চাপায় ২ নারী নিহত

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে প্রাইভেটকার চাপায় পথচারী দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তাদের সঙ্গে থাকা একটি ছেলে (৯)। রোববার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে একটি বাস পেছন থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

এতে আহত হয় তাদের সঙ্গে থাকা একটি ছেলেশিশু। গুরুতর অবস্থায় ছেলেটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।