ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বাসের ধাক্কায় থ্রি-হুইলারের ৩ যাত্রী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
যশোরে বাসের ধাক্কায় থ্রি-হুইলারের ৩ যাত্রী নিহত  ছবি: প্রতীকী

যশোর: যশোর সদর উপজেলার শানতলা এলাকায় বাসের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন। রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের বদরুদ্দিন ঢালির ছেলে লাভলু (৪০), একই গ্রামের নূর ইসলামের ছেলে ফরিদ (২৮) এবং বদর উদ্দিনের ছেলে জাকির (৩৯)।

আহতরা হলেন- একই গ্রামের সাজিদুল ইসলাম (৩৮), আশরাফুল (৩৭), শওকত (৩০), উজ্জ্বল (৩৮), হাশেম (৫১), সোহেল (৩৩) ও আসাদুল (৩০)।

 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, সকালে শানতলা এলাকায় চৌগাছাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লাভলু মারা যান। এসময় আহত হন আরো আটজন। এ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে জাকির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে আহতদের অবস্থার অবনতি হওয়ায় আশরাফুল, উজ্জ্বল, ফরিদ ও আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।