ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবে বিনাঅনুমতিতে সমাবেশের চেষ্টায় আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
প্রেসক্লাবে বিনাঅনুমতিতে সমাবেশের চেষ্টায় আটক ৩   বিনাঅনুমতিতে সমাবেশের চেষ্টায় আটক ৩, ছবি: শাকিল

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে অনুমতি না নিয়ে সমাবেশের চেষ্টা করায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী পার্টির সভাপতিসহ তিনজন আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়া‍রি) সকালে সংগঠনটি 'সরকারের সুদৃষ্টি নেই বলেই সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে' ব্যানারে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের নিষেধ করে।
 
পরে পুলিশের অনুমতি না নিয়ে মাইক এনে সমাবেশের চেষ্টা করলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিকী  সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সংগঠনের সভাপতি মিঠুন চৌধুরী।

'যে কোনো উপায়ে সমাবেশ ও কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবে' বলে পুলিশের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।   এতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে ব্যানার কেড়ে নেয়। সভাপতিসহ তিন জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ইন্সপেক্টর বাশার বলেন, ‘প্রেসক্লাবের সামনে মাইক নিয়ে সমাবেশ করতে চাইলে পুলিশের অনুমতি নিতে হয়। সংগঠনটি তা না করে উল্টো ওসি স্যারের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে বিশৃঙ্খল এড়াতে তিনজনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানুয়ারী ১৫, ২০১৭
এমসি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।