ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সোনা মনিদের গ্লোবাল সিটিজেন হিসেবে শিক্ষা গ্রহণ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
সোনা মনিদের গ্লোবাল সিটিজেন হিসেবে শিক্ষা গ্রহণ করতে হবে শিশু শিক্ষা প্রতিষ্ঠান সোনালী স্বপ্ন একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন বেনজীর আহমেদ

গোপালগঞ্জ: র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ছোট ছোট সোনা মনিদের গ্লোবাল সিটিজেন হিসেবে শিক্ষা গ্রহণ করতে হবে। যাতে অন্যান্য দেশে তাদের সমবয়সী শিশুদের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করতে পারে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শিশু শিক্ষা প্রতিষ্ঠান সোনালী স্বপ্ন একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা হতে হবে গ্লোবাল, ক্রিয়েটিভ ও স্ট্যান্ডার্ড।

তাহলে আমাদের শিশুরা গ্লোবাল শিক্ষায় বড় হতে পারবে। শিশুকাল থেকে তারা পরিচিত হবে আইটি ও আইসিটির সঙ্গে। ক্লাস রুমের পরিবেশ হতে হবে ডিজিটাল। তাহলে আমাদের শিশুরাও গ্লোবাল শিক্ষায় শিক্ষিত হতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের উপদেষ্টা ইমরুল কায়েস, মৃণাল কান্তি রায় চৌধুরী, অধ্যক্ষ গণেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজুমল ইসলাম।
 
পরে স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।