ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

তিল ধারণের ঠাঁই নেই টঙ্গী রেলওয়ে স্টেশনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
তিল ধারণের ঠাঁই নেই টঙ্গী রেলওয়ে স্টেশনে টঙ্গী রেলওয়ে স্টেশনে ইজতেমা ফেরত মানুষের ভিড়, ছবি মুজিব‍ুর

টঙ্গী ইজতেমা থেকে: শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু মুসল্লিদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই টঙ্গী রেলওয়ে স্টেশনে। বাড়ি ফেরত মুসল্লিরা পড়েছেন চরম দুর্ভোগে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের পর টঙ্গী রেলওয়ে স্টেশনে সরেজমিনে গেলে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়,  ট্রেনের ভেতর-ছাদে এমনকি স্টেশনে ভেতরে সব জায়গায়  মানুষের ভিড়।

একজন আরেকজনকে টেনে তুলছেন ছাদে। তবে ফিরতি পথের দুর্ভোগ এড়াতে পারলে সার্থক হতো বলে মনে করছেন মুসল্লিরা।  

চুয়াডাঙ্গা থেকে প্রথমবারের মতো মোনাজাতে এসেছেন আবু তাহের।   তিনি বাংলানিউজকে বলেন, আমি ট্রেনে করে এসেছি। এখনো ট্রেনে উঠতে পারিনি। দেখি বাসের টিকিট পাওয়া যায় কিনা। ইজতেমা অনেক ভালো হয়েছে তবে যাতায়াত ব্যাবস্থা আরো ভালো করতে হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।