ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির ৪০ স্কুলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ডিএনসিসির ৪০ স্কুলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন মেয়র আনিসুল হকসহ অতিথিরা। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: রাজধানীর ৪০টি স্কুলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। 

এসময় তিনি বলেছেন, ঢাকা শহরকে সবুজ করে গড়ে তুলতে সবাইকে একটি করে গাছ লাগাতে হবে। গত বছর উত্তরায় ৩২ হাজার গাছ লাগানো হয়েছে বলেও জানান মেয়র।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মিরপুরের রূপনগরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজে আনিসুল হক এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের হাত গাছ তুলে দেন তিনি।
 
ভবিষ্যৎ প্রজন্মকে সবুজায়ন ও বাগানে উদ্বুদ্ধ করতে সবুজ ঢাকা ও প্রাণ আরএফএল’র যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।  
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।  ছবি: শোয়েব মিথুনমেয়র বলেন, যে শক্তি পুরো পৃথিবী বদলে দিতে পারে তা হলো মায়ের দোয়া। শিক্ষার্থীদের প্রত্যেকেই মায়ের দোয়া নিতে হবে।  
 
আবহাওয়ার পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মেয়র বলেন, পার্শ্ববর্তী গাজীপুর ও কুমিল্লা থেকে ঢাকা শহরের উত্তাপ ৪ থেকে ৫ গুণ বেশি। গাছ লাগালে আমরা এর থেকে খানিকটা হলেও রেহাই পাবো।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু একটা গাছ লাগানো নয়, প্রতিদিন একটা ভালো ইচ্ছে করি, একটা ভলো কাজ করি, একটা ভালো কথা বলি, একটা ভালো চিন্তা করি, এভাবে যদি নিজেকে বদলাই, তাহলে পৃথিবী বদলে যাবে।  

মিরপুরের রাস্তাঘাট খারাপ-ভাঙাচোরা, বিষয়টি উল্লেখ করে মেয়র বলেন, আরও এক বছরের মধ্যে সবকিছু বদলে যাবে।  সবাই মিলে একটি সাজানো-সবুজ ঢাকা শহর গড়ে তুলবো। প্রত্যেকেই একটি করে গাছ লাগাবো।  
 
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার বলেন, সবুজ ঢাকা সার্থক হবে তখন, যখন পরিকল্পিতভাবে বাড়ি বানানো হবে। ঢাকায় সিটি করপোরেশনের জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন অনেকে। দোকান ও বস্তি গড়ে তুলছেন। মনিপুর স্কুলে ৫০ হাজার পরিবারের সদস্য রয়েছেন। ৫০ হাজার গাছ লাগানো হলে জনসচেতনতা তৈরি হবে।  

ক্লাস নেওয়ার আগে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আহ্বান জানান এ সংসদ সদস্য।  বক্তৃতা করছেন মেয়র আনিসুল হক।  ছবি: শোয়েব মিথুনতিনি বলেন, এ অঞ্চলের সব ময়লা চিড়িয়াখানার পুকুরে যায়। এই ময়লাগুলো যেন চিড়িয়াখানার পুকুরে না যায় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
 
স্কুল-কলেজের ফটকে ইয়াবা বিক্রির কথা জানিয়ে স্থানীয় এই সংসদ সদস্য তার আশঙ্কা প্রকাশ করেন। বলেন, স্কুল কলেজের সামনের ফুটপাতের দোকানগুলোতে ইয়াবা বিক্রি হয়। হকাররা চার পিস ইয়াবা কিনতে একটি ফ্রি দিচ্ছে। বাচ্চাদের স্কুল ব্যাগ চেক আমরা দু’একটি ঘটনা পেয়েছি।  

এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
  
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহম্মদ মোবাশ্বের চৌধুরী,  প্রাণ আরএফএল’র ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।