ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় বাসচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ভোলায় বাসচাপায় শিশুর মৃত্যু

ভোলা: ভোলার ঘুইংগারহাট এলাকায় বাসচাপায় মাহবুবা (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনগণ প্রায় এক ঘণ্টা এ সড়ক অবরোধ করে রাখে।

মাহবুবা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চরগুমানী গ্রামের হাফেজ আবুল কাসেমের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, দুপুরে স্কুল ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিল মাহবুবা। পথে ঘুইংগারহাট এলাকায় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর স্থানীয়রা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ‍নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।