ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ধুনটে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী রকনুজ্জামান সরকারকে (২৪) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যেমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে শনিবার (১৪ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।

রকনুজ্জামান সরকার উপজেলার শ্যামগাতি গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পাঁচ বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের কামরুল ইসলামের মেয়ে তামান্না খাতুনকে রকনুজ্জামান বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকতো। এরপর ২০১৪ সালের ১২ মার্চ তামান্না বগুড়া পারিবারিক আদালতে রকনুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই মামলায় ২০১৬ সালের ২৮ নভেম্বর পারিবারিক আদালতের বিচারক রকনুজ্জামানকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। এরপর থেকে রকনুজ্জামান পলাতক ছিলেন। এ কারণে আদালত থেকে রকনুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।