ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আশুলিয়ায় পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

আশুলিয়া, সাভার: আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে তানজু (১৭) নামে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত তানজু শিমুলিয়া ইউনিয়নের কলাশসরি এলাকার মৃত আক্কাস বেপারি মেয়ে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার মোল্লা বাংলানিউজকে জানান, কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তানজু। ৮ জানুয়ারি হঠাৎ সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

অপরদিকে, আশুলিয়ার গাজীরচট এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে বলে জানিয়েছে এসআই আনোয়ার মোল্লা।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।