ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানকে অভ্যর্থনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানকে অভ্যর্থনা মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানকে অভ্যর্থনা

মৌলভীবাজার: প্রথম কর্ম দিবসে মৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে অভ্যর্থনা জানিয়েছে কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে জেলা পরিষদ কার্যালয়ে যান তিনি।
জেলা পরিষদ প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন আজিজুর রহমান।
একই সঙ্গে সুখী-সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।