ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রীকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
সিলেটের জকিগঞ্জে কলেজছাত্রীকে কুপিয়ে জখম

সিলেট: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটের জকিগঞ্জে ঝুমা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীকে বাহার (২২) নামে এক বখাটে কুপিয়ে জখম করেছে।

রোববার (১৫ জানুয়ারি) উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুমা ওই গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে।

বাহার একই গ্রামের আবদুল গফুরের ছেলে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যানের বরাত দিয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বাংলানিউজকে জানান, ইছামতি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সুমা। বাহারের দেওয়া বিয়ের প্রস্তাবে সুমার পরিবার রাজি না হওয়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় কালিগঞ্জ বাজারে যাওয়ার পথে বাহার ওই কলেজছাত্রীকে হাতে এবং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

খবর পেয়ে চেয়ারম্যানসহ স্থানীয়রা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বাহারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।