ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

হাতিবান্ধায় ট্রলি-ইজিবাইক সংর্ঘষে স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
হাতিবান্ধায় ট্রলি-ইজিবাইক সংর্ঘষে স্কুলছাত্র নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে নয়ন হোসেন (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ইজিবাইকের আরও চার যাত্রী। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আরডিআরএস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন হোসেন উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুস ছালামের ছেলে ও সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

আহতরা হলেন-ফরিদ হোসেনের ছেলে মিজানুর, মিন্টু মিয়ার ছেলে মোজাহিদ, সৈয়দ আলীর ছেলে মানিক ও সালমের ছেলে নাহিদ।

আহতদের প্রথমের হাতিবান্ধা ও পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিবান্ধা শাহ্ গরিবুল্লাহ (র.) দরবেশের ওরসের অনুষ্ঠান থেকে তবারক নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল নয়নসহ অন্যরা। এ সময় আরডিআরএস এলাকায় পৌঁছালে একটি ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নয়ন।

হাতিবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজাউল করিম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।