ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৭ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
নড়াইলে ৭ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন নড়াইলে ৭ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

নড়াইল: বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্ম জয়ন্তী উপলক্ষে নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার ( ১৬ জানুয়ারি) বিকেলে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন সুলতান মঞ্চে মেলার উদ্বোধন করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

মেলার আয়োজন করেন এসএম সুলতান মেলা উদযাপন পরিষদ, জেলা প্রশাসন নড়াইল ও সুলতান ফাউন্ডেশন।



নড়াইল জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নব-নির্বাচিত জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সোহবার হোসেন বিশ্বাস প্রমুখ।

মেলার বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- চিত্র প্রদশর্নী, লাঠিখেলা, কুস্তি প্রতিযোগিতা, হ্যান্ডবল, ষাঁড়ের লড়াই, ঘোড়ার গাড়ির দৌড়, সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্র জানায়।

এবার সুলতান পদক পাচ্ছেন বরেণ্য শিল্পী হাশেম খান।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।