ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিদেশি মদসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ফেনীতে বিদেশি মদসহ আটক ১

ফেনী: ফেনীতে বিদেশি মদসহ হেদায়েত উল্ল্যাহ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী শহরতলীর শর্শদী বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ভারতীয় ৫২ বোতল হুইস্কি ও ৩৬ বোতল ভদকা জব্দ করা হয়।

এছাড়া এসময় মদ পরিবহনকরী সিএনজি চালিত অটোরিকশাটিও আটক করা হয়।

হেদায়েত উল্ল্যাহ সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দ্বীন মোহাম্মদ ড্রাইভার বাড়ির নুরুল হকের ছেলে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।