ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।

সীমান্তের ১৩ নম্বর সাব পিলার তিন এর কাছ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।

তারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রেউই গ্রামের তজিবর রহমান ও বাবু হাসান।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাকডাঙ্গা বিওপির কমান্ডার সুবেদার হায়দার আলি বাংলানিউজকে জানান, তজিবর ও বাবুসহ তিন বাংলাদেশি বিকেলে সোনাই নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে চলে যান। পরে বিএসএফ তাদের আটক করে।

তিনি আরো জানান, আটক তিনজনকে ফেরত আনার ব্যাপারে বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা জানায়, আটক তিনজনকে ভারতের সরূপনগর থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।