ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকে বাসের ধাক্কা, নারীসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
গাজীপুরে ট্রাকে বাসের ধাক্কা, নারীসহ নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় দাঁড়ানো একটি ট্রাকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে নারীসহ দুইজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে হাতহতের নাম পরিচয় জানা যায়নি।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বাংলানিউজকে বিষটি নিশ্চিত করেন।

তিনি বলেন, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারীসহ দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানান তিনি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করেন তিনি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সাদেকা বাংলানিউজ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৮-১০ জনকে হাসপাতলে আনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।