ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে অস্ত্রসহ ৩ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বান্দরবানে অস্ত্রসহ ৩ যুবক আটক

বান্দরবান: বান্দরবা‌ন সদরের রাজবিলা ইউনিয়নের মনজয়পাড়ায় অভিযান চালিয়ে পিস্তলের গু‌লি ও একটি রাই‌ফেলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উসাইমং (২২), লাতু মং মারমা (২৩) ও মং শৈ থুই (২২)।

বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় দেব বাংলানিউজকে জানান, ওই তিনজন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন।

মনজয়পাড়ায় তাদের অবস্থান করার খবর পেয়ে ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় তাদের তিনজনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।  

আটক তিনজনের বিরু‌দ্ধে সদর থানায় মামলা দায়ের করা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।