ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে হেরোইনসহ ২ ব্যক্তি আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
সৈয়দপুরে হেরোইনসহ ২ ব্যক্তি আটক

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে হেরোইনসহ দুই বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে (১৭ জানুয়ারি) শহরের হাওয়ালদারপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ইসমাইল (৪৫) ও মৃত আলী হোসেনের ছেলে জাবেদ আলম (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর সহকারী উপ পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, মাদক বিক্রির খবর পেয়ে সৈয়দপুরের হাওয়ালদারপাড়ায় অভিযান চালানো হয়।

এ সময় হাতেনাতে ইসমাইল ও জাবেদ আলমকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।