ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি চিনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
রাঙামাটিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি চিনু রাঙামাটিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি চিনু-ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় নিজ বাসভবনে জেলার স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-এমপির ব্যক্তিগত সহকারী মো. সালাউদ্দিনসহ ক্রীড়া সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

এমপি চিনু বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক।

তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

রাঙামাটির ১১টি ক্লাব ও সংগঠনের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।