ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে হুইললোডারে সাফ হচ্ছে ফুটপাতে হকারদের দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
গুলিস্তানে হুইললোডারে সাফ হচ্ছে ফুটপাতে হকারদের দোকান হুইললোডারে সাফ হচ্ছে গুলিস্তানের অবৈধ স্থাপনা/ছবি: রানা

রাজধানীর গুলিস্তানে চলছে তৃতীয় দিনের মতো হকার উচ্ছেদ অভিযান। গুলিস্তানের হকি স্টেডিয়ামের ‍উল্টো দিক থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বায়তুল মোকাররমের দিকে যাচ্ছে।

হুইললোডারে করে হকার মার্কেট ভেঙে ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে। এখন পর্যন্ত ২০-২৫টি দোকান ভেঙে ফেলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হকার উচ্ছেদ অভিযান শুরু করে।

মতিঝিল পর্যন্ত হকারমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব।

বাংলানিউজকে তিনি বলেন, উচ্ছেদের পরেও যেসব হকাররা আবারও বসছেন তাদের দোকান ভেঙে ফেলা হচ্ছে।

হকারদের পুনর্বাসনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নির্দেশে রোববার (১৫ জানুয়ারি) থেকে গুলিস্তান এলাকায় হকারদের দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসএটি/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।