ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
নড়াইলে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলী গ্রামে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মাসুদ শেখকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।

জানা যায়, সোমবার (১৬ জানুয়ারি) রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুম তার স্ত্রী কহিনুর বেগমকে (৩৮) লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে কহিনুর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে কহিনুর মারা যান।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।