ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারীতে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময়

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
রৌমারীতে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় রৌমারীতে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময়

রৌমারী (কুড়িগ্রাম): রৌমারীতে কমিউনিটি পুলিশিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পুলিশিং কমিটির সভাপতি সামিউল ইসলাম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন, কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেহেদুল করিম, সিনিয়র এএসপি সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার, রৌমারী থানার পুলিশ পরিদর্শক এবিএম সাজেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহানী পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ।

মতবিনিময় শেষে থানা চত্বরে একটি মালটা গাছের চারা রোপন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।