ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে জুতার কারখানায় আগুন, দগ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
রাজধানীতে জুতার কারখানায় আগুন, দগ্ধ ২

ঢাকা: রাজধানীর বংশাল এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক দগ্ধ ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বংশালের সাতরওজা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- তারেক মাহমুদ (২০), কামাল হোসেন (১৭)।

এছাড়া ভবন থেকে দ্রুত নামতে গিয়ে হানিফ মিয়া (৩৫) নামে একজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

দগ্ধ তারেক বাংলানিউজকে বলেন, সাতরওজা এলাকার একটি ভবনের তৃতীয়তলায় জুতার কারখানার কেমিক্যালের ড্রাম থেকে এ আগুনের সূত্রপাত। আমরা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলাম।

ফায়ার সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তারেকের ২০ শতাংশ এবং কামাল ৪৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এজেডএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।