ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ধুনটে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ধুনটে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-ছবি: বাংলানিউজ

ধুনট (বগুড়া): ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-স্লোগানে বগুড়ার ধুনট উপজেলায় শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এসিটিদের অংশগ্রহণে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন-ধুনট উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বাচ্চু, ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, পীড়হাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চালাপাড়া দাখিল মাদ্রাসার সুপার আল আমিন, অতিরিক্ত শ্রেণি শিক্ষক সংগঠনের সভাপতি ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সহ সভাপতি আহসান হাবিব, যুগ্ম সম্পাদক আপেল মাহমুদ, সদস্য শফিউল আলম নয়ন ও ওহেদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।