ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ ট্রাক জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ ট্রাক জব্দ, আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন আলীগঞ্জে ট্রাকের মধ্যে ফেনসিডিল রেখে বিক্রির সময় মারুফ হোসেন (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

এ সময় উদ্ধার করা হয়েছে ভারতীয় ৩৬৭ বোতল ফেনসিডিলসহ মাদক সরবরাহ কাজে ব্যবহৃত ট্রাকটি।

আটক মারুফ হোসেন সদর উপজেলার লালখা এলাকার আব্দুল জলিলের ছেলে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয় বলে দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, মালবাহী ট্রাকে অভিনব কায়দায় মাদক সরবরাহ করতো মারুফ ও তার সহযোগীরা। সকালে আলীগঞ্জ ট্রাকস্ট্যান্ডে মাদক বিক্রির সময় মারুফ হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় উদ্ধার করা হয় ভারতীয় ৩৬৭ বোতল ফেনসিডিল। জব্দ করা হয় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২০-০৭০৩)।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।