ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৫ ট্রাভেল এজেন্সিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
কিশোরগঞ্জে ৫ ট্রাভেল এজেন্সিকে জরিমানা কিশোরগঞ্জে ৫ ট্রাভেল এজেন্সিকে জরিমানা-ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: নিবন্ধন সনদ ছাড়া অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনা করার দায়ে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে পাঁচ ট্রাভেল এজেন্সিকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল এ জরিমানা করেন।

তরফদার মো. আক্তার জামীল বাংলানিউজকে বলেন, নিবন্ধন সনদ ছাড়া অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনা করায় কিশোরগঞ্জ এয়ার ট্রাভেলসকে ১০ হাজার টাকা, সুন্দরবন এয়ার ট্রাভেলসকে ১০ হাজার টাকা, আজমল ট্রাভেলস অ্যান্ড টুরিস্টকে ৩০ হাজার টাকা, জসিম টুরিস্ট অ্যান্ড ট্রাভেলসকে ৩০ হাজার টাকা ও মদিনা হজ্জ্ব ট্রেডার্স অ্যান্ড টুরিস্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।